অবতক খবর,১৭ ডিসেম্বর: ২০২২ সালের ১৩ ই মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার সময় পানিহাটি কাউন্সিলার অনুপম দত্তকে গুলি করে খুন করা হয় এই খুনের ঘটনায় অমিত পন্ডিত ও সঞ্জীব পন্ডিত ওরফে বাপিকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাস্ট ট্রাক কোর্টে তোলা হলে মহামান্য বিচারক রাহুল ভট্টাচার্য এই কাউন্সিলর খুনের ঘটনায় অভিযুক্ত অমিত পন্ডিতকে দু’বছর ছ মাসের কারাদণ্ড দণ্ডিত করেছেন ও অনাদায় দশ হাজার টাকা জরিমানা নতুবা আরো অতিরিক্ত ছ মাসের জেল হেফাজত এই অমিত পন্ডিতি পানিহাটির কাউন্সিলর অনুপম দত্তকে গুলি চালিয়েছিল ওয়ান শাটার দিয়ে।
বারাকপুর কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটার সত্যব্রত দাস বলেন ১৬/০৩/২০২২ এ আসামির স্টেটমেন্ট অনুযায়ী কমলদার হোগলাবনে ওকে নিয়ে যাই সেখান থেকে ২টো আর্মস সিস্ হয়। তার মধ্যে অনুপমকে প্রথম যে আর্মস দিয়ে গুলি মেরেছিলো দেখা উদ্ধার করা হয়।যেই আর্মসটা দিয়ে গুলি করেছিল সেটা ডাইরেক্টলিয় খুনে মামলায় চলে যায়।আর একটা আর্মস যেটা পুলিশ রিকভার করেছিল সেটার ওপর খড়দহ পুলিশ আলাদা করে খড়দহ পিস নং ১৯৪/২২ ডেটেড ১৬/৩/২২, আন্ডার সেকশন ২৫ আর্মস এক্ট।
এই মামলায় পুলিশ তদন্ত শুরু করে প্রোডাকশন দেই তার বিচার হয় সেই বিচারে ওই আর্মস তার মধ্যে ম্যাগসিন পাওয়া যায়,৬টা গুলি পাওয়া যায়।বারাকপুর কোর্টের ফাস্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল ভট্টাচাৰ্য এই মামলায় দোষী সাবস্ত করে এবং সাজা ঘোষণা করে।আর্মস এর মামলায় মহামান্য আদালত আসামীকে আড়াই বছর সশ্রম কারা দণ্ড, ১০০০০ টাকা ফাইন,অনাদয়ে আরো ৬মাস কারা দণ্ডের অর্ডার দেন।