অবতক খবর,১৫ জানুয়ারি: পানিহাটি পৌরসভার অন্তর্গত সোদপুর মধ্যমগ্রাম রোডে, অমরাবতী মাঠ যে মাটি একটি ট্রাস্টের আন্ডারে ছিল সেই জায়গাটিকে কে বা কারা বহুতল নির্মাণের চক্রান্ত করছে এলাকার মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়া সাংস্কৃতিক চর্চা করা এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় সভা করা এবং পানিহাটি উৎসব পানিহাটি মেলা এই মাঠে অনুষ্ঠিত হয়।
সেই জায়গাটিকে দখল করে নিয়ে বহু দল নির্মাণের চক্রান্তের বিরুদ্ধে আজ পথে নামলো পতাকা ছাড়াই বিজেপির কর্মী নেতৃত্ব এবং সমর্থকেরা তারা সোদপুর মধ্যমগ্রাম রোডে কিছুক্ষন পথ অবরোধ করে তারপরে এলাকার মানুষের কাছ থেকে পথ চলতি মানুষের কাছ থেকে গণসংগ্রহ করে এই কর্মীদের উপস্থিত ছিলেন প্রাক্তন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক এবং বিজেপি নেতা শীলভদ্র দত্ত। এবং উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয় সরকার এবং তারা মাঠে মিছিল করে এবং বিক্ষোভ দেখা।