অবতক খবর,১৪ জানুয়ারি: পাঞ্জিপাড়া গুলি কান্ডে মুল অভিযুক্ত সাজ্জাক আলমকে মৃত ঘোষনা করলো চিকিৎসকেরা।গোয়ালপোখর থানার কিচকটোলা এলাকা থেকে গুলিবিদ্ধ সাজ্জাক আলমকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ পালাতে গেলে গুলি চালায় পুলিশ।পুলিশের গুলিতে জখম হয় সাজ্জাক।লোধন গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।যদিও পুলিশ এখনও গুলি চালানোর কথা স্বীকার করে নি।
উল্লেখ্য ১৫ ই জানুয়ারি ইসলামপুর আদালত থেকে প্রিজন ভ্যানে রায়গঞ্জ জেলে নিয়ে আসার সময় দুই পুলিশ কর্মীকে গুলি করে চম্পট দিয়েছিলো সাজ্জাক আলম।