অবতক খবর,১ মার্চ,গোয়ালপোখর: পাচারের আগে ৯৯ হাজার টাকার জাল নোট সহ এক মহিলাকে গ্রেফতার করল গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকালে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি দিকে একটি বাস যাচ্ছিল। এরপর গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই বাস থেকে এক মহিলাকে আটক করে পুলিশ।
পুলিশ ওই মহিলার তল্লাশি চালালে দুটি ৫০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়। ওই দুটি বান্ডিলে মোট ৯৯ হাজার টাকার জাল নোট ছিল। শুক্রবার পুলিশ অভিযুক্ত মহিলাকে ১৪ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির।