অবতক খবর,২০ সেপ্টেম্বরঃ পাগল কুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। গত কয়েকদিন ধরেই জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাডিপা এলাকায় একটি পাগল কুকুরকে এদিক ওদিক ঘুরে বেড়াতে লক্ষ্য করে স্থানীয় যুবকেরা।

এদিন সকালে প্রথমে একটি বাচ্চাকে ও পরবর্তীতে এক বৃদ্ধাকে কামড় দিতেই এলাকাবাসীরা উত্তেজিত হয়ে পাগল কুকুরকে তাড়া করে । হাতে লাঠি সোটা নিয়ে কুকুরের পিছু ছুটতে দেখা যায় স্থানীয় যুবকদের। প্রাণে বাঁচতে একটি ওষুধের দোকানে আশ্রয় নেয় কুকুরটি। কিন্তু গ্রামবাসীদের আক্রমণের হাত থেকে শেষ রক্ষা হলো না অবলা সারমেয়টির। ওষুধের দোকান থেকে বের করে একটি বাগানের ভেতর কুকুরটিকে পিটিয়ে খুন করা হয়েছে বলে দাবি করছেন ধুপগুড়ির পশু প্রেমি সংগঠন ধুপগুড়ি অনিমেল লাভার্সের সদস্যরা। এদিকে পাগলা কুকুরটিকে প্রাণে মেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চানা ডিপার মানুষ। ঠিক সে সময়েই গোটা ঘটনায় তীব্র ধিক্কার ও দোষীদের দ্রুত কঠোর শাস্তির দাবি করছে পশুপ্রেমী সংগঠন।