ইসলামপুর: মঙ্গলবার ইসলামপুর থানার গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েতের আগুরেশিয়া এলাকায় এক ব্যক্তির পাকা বাড়ির তৈরি জন্য মাটি খোঁড়ার সময় বেড়িয়ে পড়ল লোহার সিন্দুক। ঘটনার খবর জানাজানি এলাকার সাধারণ মানুষের মধ্যে হইচই শুরু হয়ে যায়। জানা গিয়েছে মঙ্গলবার বিকালে আগুরেশিয়ার গ্রামের বাসিন্দা আকিলুদ্দিন নামে এক ব্যক্তি পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু।
এরপর বাড়ির পিলারের জন্য গর্ত খুঁড়তে গিয়ে বেড়িয়ে পড়ে লোহার সিন্দুকটি। গ্রামবাসীদের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়ে যায়। খবর পেয়ে সন্ধ্যায় ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিন্দুকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বাড়ির মালিক আকিলুদ্দিন জানিয়েছেন সিন্দুকটি তার বাবা মাটির নিচে পুঁতে রেখে ছিলেন। আজকে পাকা বাড়ির নির্মাণের জন্য গর্ত খুঁড়তে গিয়ে সিন্দুকটি বেড়িয়ে পড়ে। এরপর সিন্দুকটি সিজ করেছে পুলিশ। তবে পরবর্তীতে তার চোখের সামনে সিন্দুকটি খোলা হক এমনটাই দাবি তুলেছেন তিনি।