অবতক খবর :: শিলিগুড়ি ::   দার্জিলিং জেলা পুলিশের ফাঁসিদেওয়া থানার পুলিশের অভিযান আটক একটি ট্রাক, উদ্ধার পাঁচ লাখ টাকার গাঁজা।

ফাঁসিদেওয়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে কোচবিহার থেকে মুর্শিদাবাদ যাচ্ছিল ওই গাঁজা। ধৃতদের নাম সঞ্জয় সিংহ ও রামু শোধরা। ধৃতদের কে আগামীকাল শিলিগুড়ি আদালতে তোলা হবে।