অবতক খবর,১২ সেপ্টেম্বর,কলকাতা: পাঁচ বছর পর বিদেশ সফরে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশী লগ্নি আনতেই মুখ্যমন্ত্রীর এই বিদেশ যাত্রা বলে জানা গিয়েছে। তিনি এদিন বিমানবন্দরে তার সফর সম্বন্ধে বলেন, পাঁচ বছর আগে স্পেন আমাদের এখানে বইমেলায় অংশগ্রহণ করেছিল। তাদের আমন্ত্রণে আমি যাচ্ছি। এছাড়াও দুবাইতে বিজেন্স একটা সম্মেলন আছে। সেখানে এন আর আই-দের সঙ্গে বৈঠক আছে।সৌরভ মাদ্রিদ যাচ্ছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোটিং একজন করে প্রতিনিধি আমার সঙ্গে যাচ্ছে।

মুখ্যমন্ত্রী কলকাতা থেকে এমিরেটস এর বিমানে প্রথমে দুবাই পৌঁছবেন। সেখান থেকে তিনি ১৩ ই সেপ্টেম্বর স্পেনে যাওয়ার কথা তার।মুখ্যমন্ত্রীর এই সফরে তার সফরসঙ্গী রয়েছেন শিল্পপতি সঞ্জয় বুদিয়া। সৌরভ গঙ্গোপাধ্যায় লন্ডন থেকে সোজা যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিমান একটু দেরীতে ছাড়ার খবর পেয়ে তিনি বিমানবন্দরের বিশ্ববাংলা স্টল ঘুরে দেখেন। সেখানে একটি দুর্গার মূর্তিতে সিঁদুরে টিপ পড়াতে দেখা গেল তাকে।