অবতক খবর,১৩ ডিসেম্বর: বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাবরা থানার আক্রমপুর এলাকায়।পরিবার সূত্রে জানা যায় রাত সাড়ে নটা নাগাদ ঘরের দরজা খুলতেই পরিবারের সদস্যারা দেখতে পান একটি মদের বোতল এবং ঘরের দরজায় হাতে লেখা একটা কাগজ লাগানো।একদম প্রথমেই বড় করে লেখা রয়েছে সাবধান – এর পরে লেখা রয়েছে – আমরা হলাম ধর্ষক।

এর পরেই হুমকির সুরে লেখা হয়েছে,আগামী পাঁচ দিনের মধ্যে তোকে তুলে নিয়ে গিয়ে ১৫ জন মিলে ধর্ষণ করে আবার বাড়ির সামনে ফেলে দিয়ে যাবো।এছাড়াও এই হুমকি চিঠির বেশ কয়েকটা জায়গায় নোংরা নোংরা ভাষা ব্যবহার করেছেন দুষ্কৃতীরা।আর অবাক করা বিষয় হলো চিঠির একদম শেষে গিয়ে এক ব্যক্তির নাম প্রকাশ করে লেখা আছে বাংলাদেশ।

তবে এই ঘটনায় আতঙ্কিত হাবড়া আকরামপুরের এই পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতেই হাবড়া থানার দারস্থ হয়েছেন বাড়ির গৃহবধূ সহ পরিবারের সদস্যরা।ঠিক কি কারণে এই হুমকি চিঠি? কে বা কারা লিখেছে ? কেনই বা বাংলাদেশ কথাটা উল্লেখ করা হলো ,সব মিলিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছেন হাবড়া থানার পুলিশ।