অবতক খবর,১৫ জানুয়ারি: পাঁচ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আজ বৃহস্পতিবার দুপুরে বসিরহাট আদালতে ফের হাজির করা হলো সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার কে। তার বিরুদ্ধে সন্দেশখালি থানার পুলিশ সরকারি সম্পত্তি ধ্বংস, খুনের চেষ্টা, লুটপাট, অগ্নিসংযোগ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে।
দুপুর দুইটার পর তাকে বসিরহাট মহকুমা আদালতের মুখ্য বিচারকের এজলাশে পেশ করা হবে। অন্য দিকে গতকাল বুধবার সকালে টাকিতে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে হেনস্তা,পুলিশের গাড়ির ছাদ থেকে মহিলা কনস্টেবলকে ধাক্কা মেরে নিচে ফেলেদেওয়া এমনকি সুকান্ত মজুমদারকে তার ডান হাত ধরে গাড়ির ছাদে শুইয়ে দেওয়ার অভিযোগে বিজেপি সংখ্যালঘু সেলের নেত্রী সিরিয়া পারভীন বিবি ও বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি নেতা তথাগত ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আজ এই দুজনকেও বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে।