অবতক খবর,৯ জানুয়ারি: নবগ্রাম থানার পাঁচগ্রাম হাই স্কুলে শ্রী শ্রী শ্যাম চাঁদ ঠাকুরের আগমনে এবং পাঁচগ্রাম হাইস্কুলের উন্নতিকল্পে পাঁচগ্রাম হাই স্কুলে ৬০তম বিরাট মেলার উদ্বোধন করা হয়। প্রত্যেক আমন্ত্রণ অতিথিদেরকে চন্দনের ফোটা দিয়ে, ব্যাচ পরিয়ে, ফুলের তোরা দিয়ে এবং সন্মানিক উপহার তাদের হাতে তুলে দিয়ে বরণ করে নেওয়া হয় মেলা কমিটির পক্ষ থেকে। এরপর আমন্ত্রিত অতিথিরা মেলা নিয়ে কিছু বক্তব্য রাখে মঞ্চে। পরিশেষে প্রদীপপ্রজজলন করে মেলার উদ্বোধন করা বুধবার সন্ধ্যার সময়ে।

এতে উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল, পঞ্চায়েত সমিতির সহসভাপতি মহম্মদ এনায়েতুল্লা, নবগ্রাম অমর চাঁদ কুন্ডু কলেজের প্রিন্সিপাল ডক্টর সৌমিত্র কর, পাঁচগ্রাম সু স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল ইনচার্জ উত্তম শর্মা, মেলার সভাপতি রাজু রহমান এবং মেলার সম্পাদক রূপচাঁদ হোসেন (সনু ) সহ মেলা কমিটির অন্যান্য সদস্যরা এবং মেলায় আগত সাধারণ মানুষেরা।