অবতক খবর,৪ নভেম্বর: আজ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নানা স্তরের দুর্নীতির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ সংগঠিত হয় মেদিনীপুর শহরে। জেলা বিজেপির তত্বাবধানে *চোর ধরো জেল ভরো* কর্মসূচিকে সামনে রেখে অভিনব প্রতিবাদ মিছিলে হাঁটলেন সাংসদ দিলীপ ঘোষ । জেলে যাওয়া তৃণমূল নেতাদের মুখোশ পরে এরকম তাদের রাস্তায় চাবুক মারতে মারতে সেই সব নেতাদের নিয়ে যাওয়া হলো । ঠিক এভাবেই প্রতিবাদে সামিল বিজেপি নেতৃত্ব ।

প্রতিবাদ মিছিল মেদিনীপুর কলিজিয়েট স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের রিং রোড পরিক্রমা করে, জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রতিবাদ সভা সংগঠিত হয়। প্রায় ঘন্টা খানেক ধরে এই কর্মসূচি পালন করা হয়। আজকের এই কর্মসূচিতে প্রায় হাজার দশেক মানুষ যোগদান করেন।। সাংসদ দিলীপ ঘোষ ছাড়া ও উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি সমিত দাস, জেলা সহ সভাপতি অরুপ দাস, যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।