Aabtak Khabar,21 May: পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
উপস্থিত ছিলেন ঘাটাল এসডিও সুমন বিশ্বাস মহাশয়।। এটা সুরক্ষা দপ্তরের ওয়েলফেয়ার অফিসার পুলক রায়, তুষার মান্না, দাসপুরের ব্লকের ফুড সেফটি অফিসার শাশ্বতী দে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায় প্রমূখ।
জেলার বিভিন্ন প্রান্তের টুরিস্ট স্পট গুলিতে আগত দর্শনার্থীদের মধ্যে উপভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্প করে লিফলেট বিতরণ, সেমিনার, মাইকিং, ম্যাজিক শো কথাবলা পুতুলের মাধ্যমে প্রচার চলছে। আজ বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মভিটাতে ক্রেতা সচেতনতা প্রচার ও ম্যাজিক শো ,কথা বলা পুতুলের মাধ্যমে ক্রেতাদের সচেতন করা হয়।
ক্যাম্প থেকে ক্রেতাদের কাউন্সেলিং ও অভিযোগ জমা নেওয়ার ব্যবস্থা ছিল। জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ-অধিকর্তা শ্রীলিপি সেনগুপ্ত বলেন ইতিমধ্যে দাঁতনের ঐতিহাসিক স্থান মোগলমারি, কেশিয়াড়ির কুড়ুমবেড়া দুর্গতে উপভোক্তা সচেতনতা প্রচার হয়েছে।
অতি দ্রুত জেলার অন্যান্য দর্শনীয় স্থানে এই ধরনের প্রচার চলবে। এছাড়া জেলার বিভিন্ন শহরাঞ্চল গুলিতে শপিং মল , হাইপার মার্কেট ও গ্রামের হাট বাজার ইত্যাদির সামনে আগত ক্রেতাদের মধ্যে লিফলেট বিলি, ম্যাজিক ইত্যাদির মাধ্যমে সচেতনতা প্রচার চলছে।