অবতক খবর,৬ মার্চ: পলতায় ব্যস্ততম ঘোষপাড়া রোডের সরকারি জায়গা দখল করে এবং নিকাশি নালা বন্ধ করে বে-আইনি পাচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা পলতায়,বিজেপির অভিযোগ তৃনমুলের মদতে আর প্রশাসনের মদতে প্রমোটারদের দৌরাত্ম বেড়েই চলেছে
সরকারি জায়গা দখল করে এবং নিকাশি নালা বন্ধ করে পাচিল তোলায় প্রতিবাদ স্থানিয় বাসিন্দাদের।পুলিশের সামনেই সরকারি জায়গা দখল করেই প্রমোটার পাচিল তোলায় বিক্ষোভে ফেটে পড়েছে স্থানিয়রা। স্থানিয়দের অভিযোগ নিকাশি নালা বন্ধ করে দিচ্ছে নির্মাণ সংস্থা।উলটে পুলিশ তাদের প্রতিবাদে বাধা দিচ্ছে।
তবে উত্তর ব্যারাকপুর পুরসভার পৌর প্রধান মলয় ঘোষ জানান,পৌরসভা থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়েছি।বে-আইনি নির্মাণ করলে ভেংগে দেওয়া হবে।
বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সম্পাদক কুন্দন সিং এর অভিযোগ তৃনমুলের আমলে পুলিশ প্রশাসন নির্বিকার। পুরসভা ও চুপ! প্রমোটারের দৌরাত্ম বেড়েই চলেছে।