অবতক খবর,১৮ ডিসেম্বর: পলতা নেতাজি কলোনিতে দুস্কৃতি তান্ডব,ভাংচুর বাড়ি।লাঠি -শোটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তান্ডব দুস্কৃতদের।নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। ভুক্তভোগী বাসিন্দা পল্টু সরকারের অভিযোগ রাতের বেলায় ১৪-১৫ জনের দুস্কৃতি দল হঠাৎ তান্ডব চালায় এবং ইটপাটকেল ছুড়তে থাকে।এরপর তারা ভাংচুর চালায় বাড়িতে।

তবে উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ জানান, যারা এই বাড়ি ভাংচুর করেছে তারা অন্যায় করেছে।আইন তার ব্যবস্থা নেবে।তিনি বলেন তৃনমূল এই ঘটনার পশ্রয় দেয় না।

তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ তৃনমূলের আশ্রিত হান্নান এর দলবল এই তান্ডব চালিয়েছে পুলিশের মদতে। হান্নান ওই এলাকায় এইভাবে অত্যাচার করে গেলেও নিশ্চুপ পুলিশ।