অবতক খবর,৬ মার্চ: পলতায় ঘোষ পাড়া রোড এর ওপর বিশাল অট্টালিকা তৈরিতে বাধা ২২টি পরিবার।আর সেই বাধা কাটাতে পরিবার গুলোকে প্রথমে টাকার প্র্লোভান তাতেও কাজ না হওয়ায় রাতের অন্ধকারে ভাঙচুর।এরপর ওই 22টি বাড়ির তাতেও কর্ণপাত না হওয়ায় ব্যস্ততম রাস্তার নিকাশী ব্যবস্থা বন্ধ করে pwd এর জমির ওপর পাচিল দিয়ে ঘিরে দিচ্ছে প্রোমোটার।
পুলিশ এলেও নীরব দর্শক।এমনকি pwd এর ড্রেনকে ঘিরে তুলে দেওয়া হচ্ছে পাঁচিল । ওই পরিবারগুলো দাবি তাদের পুনর্বাসন না দিয়ে তাদের সরানো যাবে না কারণ ষাট সত্তর বছর ধরে তারা সেখানে বসবাস করে। যেভাবে পাঁচিল তুলে ক্রমশ তাদের ঘিরে ফেলা হচ্ছে। কি হবে আশঙ্কা দিন কাটাচ্ছেন বাইশটি পরিবার।