অবতক খবর , শিব শংকর ,বালুরঘাট :- শহরে পর পর দুইদিন কুরিয়ার সার্ভিস সেন্টারে চুরির ঘটিনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে বালুরঘাটের চকভবানী এলাকার পুলিস ফাঁড়ির সামনে আমাজন কুরিয়ার সার্ভিস সেন্টারে তালা ভেঙে চুরি হয়।
ওই কম্পানির কর্তৃপক্ষের দাবি, ভেতরের লকার ভেঙে নগদ টাকা নিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে। এদিকে আর কি খোয়া গেছে এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন।
এদিকে সব থেকে আশ্চর্যের বিষয় হল, গতকালের মতও এদিনও ওই সেন্টারে তিনটি কম্পিউটার থাকলেও দুষ্কৃতীরা একটি মাত্র কম্পিউটারের সিপিইউ নিয়ে পালায়। সেই সিপি ইউ-য়ের হার্ডডিস্কে সিসিটিভি ফুটেজের ডেটা সংরক্ষিত ছিল। ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিস। পুলিস পুরো বিষয়টি খতিয়ে দেখছে।