আজকের দিনের কবিতা

পর্যবেক্ষণ ও অন্বেষণ
তমাল সাহা

তুমি খোঁজো
বিবেকানন্দ স্বামী
আমি খুঁজি
মাস্টারদা–
স্বপ্নের আগামী।

তুমি দেখো
যষ্ঠি হাতে পরিব্রাজক–
বিবেকানন্দ!
আমি দেখি
রাইফেল হাতে লড়াকু–
মাস্টারদা,মুক্তির আনন্দ!

পর্যবেক্ষণে যে আমার কাছে
অন্বেষণে সে আমার বুকে আছে।
আকাশে সময়ের ঘড়ি–সূর্য
আজও তিমির হনন করে।
বেজে চলে অবিরাম রণতূর্য!