অবতক খবর,১১ জানুয়ারি: পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত তিন পরীক্ষার্থী।।
তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা।
সুস্থ থাকলে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করানো হবে বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক।।
শনিবার সকালে ভাঙড় মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গাড়ি করে জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিলেন অপর দিকে ক্যানিং বঙ্কিম সর্দার কলেজের তিন ছাত্র বাইকে করে ভাঙড় মহাবিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য আসছিলেন।।
নিয়ন্ত্রণ হারিয়ে বোদরা এলাকায় মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষ হয়।।
সেখানে সোমনাথ বৈদ্য নামে এক ছাত্র গুরুতর আহত হয়।।
খবর পেয়ে ক্যানিং পূর্বের বিধায়ক ঘটকপুকুরে উপস্থিত হয়ে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার ব্যবস্থা করেন।।
চিকিৎসার পরে সুস্থ থাকলে তার পরীক্ষার ব্যবস্থা করা হবেও বলে জানান সওকাত মোল্লা।।