অবতক খবর,৫ মার্চ: নববারাকপুর কলোনী বয়েজ হাইস্কুলে প্রধান কেন্দ্রে বুধবার পরীক্ষা চলাকালীন শেষের ২৫ মিনিটে মাথায় আচমকাই অসুস্থ হয়ে পড়ে কলোনী গার্লস হাইস্কুলের এক পরীক্ষার্থী। দ্রুত সেন্টার ইনচার্জ সহ শিক্ষক রা মেয়েটিকে অ্যাম্বুলেন্স করে স্থানীয় পুরসভা পরিচালিত ডাঃ বি সি রায় জেনারেল হাসপাতাল চিকিৎসার ব্যবস্থা করান হয়। এবং সেই হাসপাতালে বসেই শিক্ষা সংসদের নির্দেশিকা অনুযায়ী অতিরিক্ত পনেরো মিনিট বসে পরীক্ষা দেয়।
খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন স্থানীয় পুলিশ প্রশাসন এবং প্রধান পরীক্ষা কেন্দ্রের সেন্টার ইন চার্জ। জানা গিয়েছে নববারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডের জনতা রোডে মেয়েটি নার্ভের সমস্যায় অসুস্থ। অসুস্থতার মধ্যে দিয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। পারিবারিক আর্থিক সংকটে সঠিকভাবে চিকিৎসা করাতে পারছে না পরিবার।
মেয়েটির বাবা মহাদেব দাস জানান দীর্ঘ দিন ধরে মেয়েটির নার্ভ এবং শ্বাসকষ্ট সমস্যা রয়েছে। চিকিৎসা চলছে। আচমকাই পরীক্ষা কেন্দ্রে অচৈতন্য হয়ে পড়লে সেন্টার ইনচার্জ হাসপাতালে পাঠান। চিকিৎসা করিয়ে সেখানে বসে অতিরিক্ত সময় নিয়ে পরীক্ষা সুষ্ঠু ভাবে শেষ করে।