অবতক খবর :: নদীয়া ::    স্বাস্থ্য কেন্দ্রে সঠিক পরিষেবা না পাওয়া, গর্ভবতী মায়েদের কার্ড না করে দেওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আজ নদীয়ার শান্তিপুরের সূত্রাগড় চরের একটি স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখান গর্ভবতী মা এবং অন্যান্যরা ৷ মাথার যন্ত্রনা কিংবা জ্বরের ওষুধ না পাওয়া, গর্ভবতী মায়েদের ইঞ্জেকশন না দেওয়া, সময় মতো স্বাস্থ্য কেন্দ্রে না আসা এবং স্বাস্থ্যকর্মীদের দুর্ব্যবহারের প্রতিবাদে শান্তিপুর পৌরসভার ২৪নং ওয়ার্ডের সমষ্টি ভিত্তিক স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের ৫নং স্বাস্থ্য কেন্দ্রে সূত্রাগড় চরের মানুষ সমবেত হয়ে ঐ স্বাস্থ্য কেন্দ্রের সাটার নামিয়ে দেন ৷ এরপর শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ মানুষ এবং স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেন ৷

অন্দোলনকারীদের দাবীগুলি অনুধাবন করে শান্তিপুর থানার অফিসার অশোক ঘোষ স্বাস্থ্যকর্মীদের হয়ে ক্ষমা চেয়ে নেন এবং স্বাস্থ্যকর্মীদের এলাকাবাসীর সাথে সুসম্পর্ক রাখার পরামর্শ দেন ৷ কিন্তু তাতেও সন্তুষ্ট না হয়ে এলাকাবাসীরা স্বাস্থ্যকর্মীদের ক্ষমা চাওয়ার দাবী জানালে অশোকবাবুর মধ্যস্থতায় স্বাস্থ্যকর্মীরাও নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন ৷

স্বাস্থ্য কেন্দ্রের এফ টি এস মোসলেমা বেগম জানান ঐ গর্ভবতী মা যখন এসেছিলেন তখন লক ডাউনের কারনে কার্ড করা বন্ধ থাকায় এবং ভ্যাকসিন না থাকায় পরে আসতে বলা হয়েছিলো ৷ এরপরে ওরা আশাকর্মীদের কাছে ফোন করায় আশাকর্মীরা গর্ভবতী মায়ের সাথে কথা বলতে চেয়েছিলেন ৷ যিনি ফোন করেছিলেন তিনি গর্ভবতী মা ছিলেন না ৷ গর্ভবতী মাকে ফোন দেওয়ার কথা বলাতেই ওরা বিক্ষুব্ধ হয়ে উঠে ৷ করোনার সমীক্ষার কারনে এখন আশাকর্মীরা অনেক সময় সঠিক সময়েআসতে পারছেন না ৷ তবে জ্বর সহ অন্যান্য ওষুধপত্র তাঁরা সরবরাহ করেন বলেন মোসলেমা বেগম দাবী করেন ৷