অবতক খবর :: শিলিগুড়ি :: ৫ জুন ::   পরিবেশকে বাঁচাতে এই মুহূর্তে বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আজ রাজ্য জুড়েই চলছে বৃক্ষরোপণের কর্মযজ্ঞ।
তেমনই বিশ্বে পরিবেশ দিবস উপলক্ষ্যেই শিলিগুড়ির কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামে ‘হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার’ সংস্থার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেবের হাতে তুলে দেওয়া হয় একশো ত্রিশটি চারাগাছ। চারাগুলি তুলে দেন সংস্থার সদস্যরা।

সংস্থার প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মনোজ ভার্মা,বাবলু তালুকদার প্রমুখ। সংস্থার এক সদস্য জানান,” এই মুহূর্তে গাছই পারে এই সভ্যতাকে পুনরুজ্জীবিত করতে। তাই আজকের এই প্রয়াস। গাছ লাগান, প্রাণ বাঁচান। ” সংস্থার এই প্রয়াসকে সাধুবাদ জানান স্টেডিয়ামে উপস্থিত পর্যটন মন্ত্রী।