অবতক খবর,১৩ ডিসেম্বর: দীর্ঘদিন অভিভাবকহীন অবস্থায় ছিল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। গত মঙ্গলবার চার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নিয়োগের সম্মতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই চারজনের মধ্যে স্থায়ী উপাচার্য হিসেবে ডঃ জানে আলম বর্ধমানের ভূমিপুত্র মুর্শিদাবাদ ইউনিভার্সিটির স্থায়ী উপাচার্য পদে নিয়োগ হলেন। দীর্ঘ জীবনে তিনি শিক্ষকতা ও গবেষণার বহু সম্মান পেয়েছেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডঃ জানে আলম।
তিনি জানালেন ছাত্রদেরকে দেখে তিনি আপ্লুত মুর্শিদাবাদের এইটার প্রথম আসা। ছাত্রদের বিভিন্ন সমস্যার শুনে তিনি তার সমাধান ও আগামী দিনের পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করবেন। অন্যদিকে ছাত্রদের দাবি বহুদিন ধরে তারা অভিভাবকহীন হয়ে পড়েছিলেন। হোস্টেল থেকে শুরু করে ল্যাবের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বঞ্চিত ছিলেন। নতুন উপাচার্য পেয়ে তার কাছে ধীরে ধীরে সমস্ত সমস্যা কথা তুলে ধরবেন এবং ইউনিভার্সিটির একটি সুন্দর পরিবেশ গঠন করবেন।