অবতক খবর,২০ জানুয়ারি,মালদা:- পনের দাবিতে গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদা পুখুরিয়া থানার খোলসন্না গ্রামে। ঘটনায় পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা শ্বাসরোধ করে খুন করেছে এমনই অভিযোগ মৃত গৃহবধুর পরিবারবর্গের।

মৃত গৃহবধুর নাম ফেন্সি খাতুন।বয়স ২২ বছর।জানা গেছে মৃত গৃহবধুর বাবার বাড়ি ইংলিশ বাজার থানার নরহাট্টা গ্রামে। গত প্রায় দেড় বছর আগে ফেন্সি খাতুনের বিয়ে হয় খোলসন্না গ্রামের বাসিন্দা শেখ সানোয়ারের সাথে।বিয়ের প্রথম দিকে সবই ঠিক ছিল। পরে দুই পরিবার মিলে বিবাহ দেওয়া হয়।প্রেম সম্পর্ক বিবাহ করলেও পরবর্তী সময়ে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হতো।

স্বামী বারংবার তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা চাওয়ার কথা বলতো এই নিয়ে গন্ডগোলও হত বলেই অভিযোগ মৃত গৃহবধুর পরিবারবর্গের।গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয় তার শ্বশুরবাড়িতে। এলাকাবাসী গৃহবধুর বাবার বাড়িতে ফোন করে জানাই যে ফেন্সি খাতুন আত্মহত্যা করেছে। এদিকে পুখুরিয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় রবিবার।

মৃত গৃহবধুর দাদা অভিযোগ করে বলেন,যে তার বোনকে খুন করা হয়েছে গৃহবধূর স্বামী সহ মোট 6 জনের নামে অভিযোগ করা হবে। মৃত গৃহবধূর দেহ ময়নাতদন্তের পাঠিয়ে আত্মহত্যা নাকি খুন তার তদন্ত নেমেছে পুখুরিয়া থানার পুলিশ।