Aabtak Khabar,21 May: লালগোলা বিধানসভার অন্তর্গত বিলবোরাকোপরা অঞ্চলের তাঁরানগর গ্রামে পদ্মা নদীর ভাঙন দীর্ঘদিন ধরেই গ্রামবাসীদের নিত্যসঙ্গী সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। প্রতিবছর বর্ষায় নদীর তীব্র ভাঙনে ঘরবাড়ি, কৃষিজমি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

এই পরিস্থিতির স্থায়ী সমাধানে রাজ্য সরকার বরাদ্দ করেছে ৭ কোটি ৫২ লক্ষ টাকা। এই বরাদ্দের খবর পেয়ে এলাকায় খুশির উন্মাদনা।

মঙ্গলবার দুপুরে বিধায়ক মহম্মদ আলি নিজে পরিদর্শনে যান তারানগরের ভাঙনস্থলে। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাঁদের অভাব-অভিযোগ শোনেন এবং জানান যে, বিধানসভায় পদ্মা ভাঙনের বিষয়টি তোলার পর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এত দ্রুত অর্থ বরাদ্দ সম্ভব হয়েছে। খুব শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিন বিধায়কের সঙ্গে ছিলেন লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোতাহার হোসেন , রিপন সহ অন্যান্যরা ।

এই উদ্যোগের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, মুর্শিদাবাদ লোকসভার সাংসদ ডঃ খলিলুর রহমান এবং লালগোলা বিধানসভার বিধায়ক মহম্মদ আলি-কে জানানো হয়েছে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।