মৃণাল সেন!
আমার প্রণাম নেবেন।

পদাতিক
তমাল সাহা

প্রজন্মের কাঁধে সাহসী হাত রেখে
তুমি উচ্চারণ করো মাত্র দুটি শব্দ– বি ব্রেভ!
তখন তুমি নির্দেশক নও, যথার্থ পিতা
তোমার সেই কন্ঠস্বর হয়ে ওঠে জীবন সংহিতা।

পুলিশ ঘিরেছে বাড়ি
ভালোবাসা বিস্তৃত বহুদূর…
তুমি তো সার্বজনীন পিতা
হয়ে ওঠো এক খরশান তরবারি!
সুযোগ করে দাও প্রিয় জাতককে
খিড়কি দরজা দিয়ে পলায়ন।
এতো অনন্য গমন—
একে বলে যুদ্ধে যাবার আয়োজন।

আবার এসেছে সেই সময়
তোমার কণ্ঠস্বর শুনতে পাই–
বি ব্রেভ! লড়ো
সাহসের সঙ্গে মোকাবিলা করো।
হও পদাতিক!
এ দায় সামাজিক–
ইতিহাস! হয়ে ওঠো ঐতিহাসিক।