পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ধুপগুড়ি ট্রাফিক গার্ডের উদ্যোগে ধুপগুড়ি থানার চত্বরে বসে আঁকো প্রতিযোগিতা।
জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ২৭ জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ।
মানুষকে সচেতন করতে সেভ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা মানুষের কাছে পৌছে দিতে উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ।
আর সেই জন্যই বুধবার ধুপগুড়ি থানা চত্বরে ধুপগুড়ি ট্রাফিক গার্ড ও থানার পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়। এদিন প্রায় শতাধিক প্রতিযোগী এবং প্রতিযোগীনিরা বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয়। রং তুলি ও পেন্সিলের মাধ্যমে পথ নিরাপত্তার বার্তা তুলে ধরে।