নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    জেলা পুলিশের শিক্ষা সহায়ক একটি প্রকল্পের নাম – সোপান। জেলা জু্ড়েই সমস্ত থানা এলাকায় চালু হয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ । স্থানীয় থানা , শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও গ্ৰন্থাগার গুলিতে চলে স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্র। এরমধ্যে বারীকুল, ওন্দা ও পুলিশ লাইনে চলে স্কুল। মোট তেইশটির মতো কোচিং সেন্টার ও গ্ৰন্থাগার চালানো হয় । এরই মধ্যে করোনার অভুতপূর্ব হানাদারি ও লকডাউন এর জেরে বন্ধ পঠন পাঠন বন্ধ । এই কঠিন দুরাবস্থার মাঝেই ইন্দাস থানা অনলাইন শিক্ষাক্রম চালু করে পথ দেখাল এলাকার দশটি পঞ্চায়েত এলাকার ছাত্রছাত্রীদের ।

শুধু ইন্দাস নয় , লাগোয়া কোতুল পুর ,পাত্রসায়ের এলাকার ছাত্রছাত্রীরাও দারুন ভাবে উপকৃত হচ্ছে । জেলা পুলিশের এই ব্যতিক্রমী অনলাইন বা ই স্কুল এর পঠনপাঠন কেবল্ নেটওয়ার্কের মাধ্যমে টি ভি তে ঘরে বসেই করতে পারবে । গত ২২ এপ্রিল তারিখ থেকে এলাকার স্কুল শিক্ষক শিক্ষিকা ও দুজন সিভিক কর্মী প্রতিদিন এই ক্লাস নিচ্ছেন বলে জেলা পুলিশ সূত্রে জানা যায় । ছাত্রছাত্রী থেকে অভিভাবক মহল দারুন খুশি ।

থানার বড়বাবু থেকে জেলা পুলিশের কর্মকর্তারা ইন্দাস থানার এই শিক্ষা দান কে মডেল করে এগোতে চাইছে জেলা পুলিশ । মাননীয় জেলা জজ ও এই শিক্ষা দানে অংশ নেন । আলাদা মাত্রা যোগ করে ইন্দাস থানা । প্রতিদিন জনপ্রিয়তার শীর্ষে তাদের এই অনলাইন এডুকেশন সিস্টেম ।