অবতক খবর,৫ মার্চ: পথ দূর্ঘটনায় জখম উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, পরীক্ষা দেওয়া ব্যবস্থা করা হাসপাতালে। বুধবার বন্ধুর সঙ্গে বাইকে চেপে কানকি শ্রী জৈন বিদ্যামন্দিরের পরীক্ষা দিতে আসছিলো সুমিত বিশ্বাস ও তার এক বন্ধু। চাকুলিয়া হাইস্কুলের ছাত্র।

পরীক্ষা দিতে আসার সময় পথে দূর্ঘটনা্র কবলে পড়ে জখম হয় সুমিত। আহত ওই ছাত্রকে নিয়ে আসা হয় চাকুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে তার পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হয়। অন্যদিকে শারীরিক অসুস্থতার দরুণ চাকুলিয়া হাইস্কুলের এক ছাত্রীও পরীক্ষা দিচ্ছে হাসপাতালে।

লক্ষ্মী মহালদার নামে ওই ছাত্রীর পরীক্ষা কেন্দ্র পড়েছে মনোয়ারা হাইস্কুলে। তারও এদিন চাকুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।