অবতক খবর,৪ জানুয়ারি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরতাজা যুবকের। গতকাল রাত্রি ১১ টা নাগাদ রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের সাতকেন্দুরি মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল শুভম ঘোষ ওরফে টুবাই এবং অজয় কাহার নামে দুজন যুবকের।
স্থানীয় সূত্রে খবর, তাঁরা দুজনে হেঁটে বাড়ি ফিরছিল। কিন্তু সিউড়িগামী লরির ধাক্কায় দুজনের মৃত্যু হয়। শুভম ঘোষ ওরফে টুবাই এর বাড়ি দুবরাজপুরের নিরাময় এলাকায়। সে একজন খুব ভালো ক্রিকেটার। ইসলামপুর প্রিমিয়ার লিগের খেলায় আজ দুপুরে মাঠে নামার কথা ছিল। তবে তাঁর খেলার মাঠে আর নামা হল না। ইসলামপুরের জনপ্রিয় থ্রী স্টার ক্লাবের ওপেন ব্যাটসম্যান ছিল শুভম। তাছাড়াও রাজ্য পর্যায়েও তাঁকে খেলতে দেখা দেখা গেছে বলে জানান ইসলামপুর প্রিমিয়ার লিগের সদস্য সাদ্দাম হোসেন।
অন্যদিকে, অজয় কাহারের বাড়ি হেতমপুরে। সে পেশায় একজন ওয়েলণ্ডিং মিস্ত্রি। ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। তাঁদের দুজনের মৃতদেহ ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পাণ্ডে মৃতের পরিবারের সাথে দেখা করেন এবং সমবেদনা জানান।