অবতক খবর,১০ ফেব্রুয়ারি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অন্তগত রামগঞ্জ বাস স্টপ ৩১ নং জাতীয় সড়কের উপরে। এই দিন স্থানীয় সূত্রে জানা যায় রামগঞ্জ বহোরতলা গ্রামের তাজিমুউদ্দিন উরফে বেনামী বয়েস আনুমানিক ৬৫ তিনি সাত সকালে রামগঞ্জ বাস স্টপে তার ছেলের হোটেলে চা খেতে আসেন।
চা খেয়ে তিনি বাড়ি যাবার সময় হঠাৎ এক চার চাকা গাড়ি এসে পৃষ্ঠ করে দেয় তাকে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।গাড়ির নাম্বার BR24AB-6016 গাড়িটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। এই গাড়িটি বাসের পিছনে ধাক্কা মারে বলে জানা যায়। তবে বাস পালাতক ঘটনার খবর পেয়ে ছুটি আছে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ, মৃতদেহ কে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর পুলিশ মরগে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ।