অবতক খবর,৯ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ আজ মন্তেশ্বর ব্লকের পথশ্রী প্রকল্পে নির্মীয়মান রাস্তা পরিদর্শনে এলেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক ( জেলা পরিষদ) কাজল রায়। বিডিও মন্তেশ্বর গোবিন্দ দাস কে সঙ্গে নিয়ে বাঘাশন পঞ্চায়েতের আউসগ্রাম ও পাকুরমারি গ্রামের পথশ্রী প্রকল্পে নির্মীয়মান রাস্তা পরিদর্শন করেন তিনি। কাজের গুনগত মানের বিষয়ে অতিরিক্ত জেলাশাসক জানান, ‘সাধারণভাবে দেখে কাজ ভালো হয়েছে মনে হচ্ছে। নির্মাণ সামগ্রী বিষয়েও প্রশিক্ষিতরা কাজের আরও খুঁটিনাটি দেখে রিপোর্ট জমা দেওয়ার পরই অর্থ ছাড়া হবে।’ মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস বলেন, এই রাস্তাগুলি খুবই প্রয়োজন ছিল। এই রাস্তাগুলি তৈরি হওয়ায় এলাকার জনসাধারনের সকলেই উপকৃত হবেন। বিডিও গোবিন্দ দাস আরও জানান রাস্তা পরিদর্শনের পাশাপাশি এদিন শুশুনিয়া , পিপলন, জামনা, ভাগরা মূলগ্রাম, কুসুমগ্রাম গ্রাম পঞ্চায়েত সহ ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েতের এলাকার বাংলা সহায়তা কেন্দ্রগুলিও পরিদর্শন করেন।

এই বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে মানুষ বিনা পয়সায় সরকারি পরিষেবা গুলি পাচ্ছে কিনা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন অতিরিক্ত জেলাশাসক কাজল রায় ও মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস।