অবতক খবর,১ মার্চ: শুক্রবার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মাতৃ টি স্টেট থেকে মাধো ভিটা পর্যন্ত পথশ্রী প্রকল্পে ২৮ লক্ষ ৩৫ হাজার ২৯৩ টাকা বরাদ্দে ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এই রাস্তাটি সংস্কারের। অবশেষে শুক্রবার রাস্তার শিলান্যাস করায় খুশি স্থানীয় বাসিন্দারা। বর্ষার সময় এই রাস্তা দিয়ে যাতায়াতে সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে। এদিন আনুষ্ঠানিকভাবে রাস্তার কাজের শিলান্যাস করা হয় ।
উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, তৃণমূল ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি গোপাল ভৌমিক, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত প্রধান কায়ুম আলম,উপ প্রধান নরেশ চন্দ্র সিংহ,অঞ্চল সভাপতি আকবর আলি,তৃণমূল মহিলা ব্লক সভাপতি আসমত আরা বেগম,পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাদক্ষ একরামুল হক প্রমুখ।