অবতক খবর,10 জানুয়ারি: পদমগছ গ্রামের মানুষ খুব খুশি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের প্রকল্প পথশ্রী আর এই প্রকল্পের মাধ্যমে পদমগছ গ্রামের প্রায় ২ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ করা হয়। এক কোটি চার লক্ষ ৬১ হাজার ৩৯০ টাকার কাজ করা হয়। এই কাজ করাতে গ্রামের মানুষ অনেক খুশি বলে জানান। এই দিন স্থানীয় মেম্বার জানান গতকাল নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পাই স্থানীয় কিছু যুবক অভিযোগ করেন যে রাস্তার কাজ ভালোভাবে করা হয়নি। তা আজ সর জমিনে দেখতে আসলে দেখা যায় রাস্তার কাজ খুব সুন্দরভাবে সিডিউল অনুযায়ী করা হয়েছে।

অন্যদিকে স্থানীয় গ্রামবাসী আব্দুল জব্বার জানান আমরা কয়েক বছর ধরে রাস্তার দাবী করে আসছিলাম আমাদের গ্রামে বর্ষার সময় যাতায়াতের খুবই অসুবিধা হয়তো। এমনকি প্রসূতি মা হলে আমাদেরকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হতো। এমনকি কোন লোক আমাদের গ্রামে আসতে চাইতো না, এই রাস্তার বেহাল অবস্থা দেখে। আমাদের স্থানীয় মেম্বার এ রাস্তার কাজ করাতে আমরা খুব খুশি, আমাদের রাস্তার কাজ এত সুন্দর ভাবে করেছে এবং ধন্যবাদ জানাই কন্ট্রাক্টারকে ও ধন্যবাদ জানাই রামগঞ্জ 1নং গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব দের যে আমাদের এই রাস্তা খুব তাড়াতাড়ি করে দিয়েছেন।

রামগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের সহ-সভাপতি সুলেমান হক জানান পদমগজ গ্রামের রাস্তার কাজ খুব ভালো হয়েছে এখানকার মানুষের দাবি ছিল এই রাস্তা নিয়ে রাস্তার কাজ খুব সুন্দর হয়েছে, আমি এখন আমার বাড়ি দিয়ে যাই না এই রাস্তা দিয়ে যাতায়াত করি যে রাস্তায় এত কাজ ভালো হয়েছে।