Aabtak Khabar,21 May: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরেরের আলোচনা পর্যালোচনা ও সংবর্ধনা প্রধান অনুষ্ঠান।
এ দিনের এই অনুষ্ঠানে মূলত পরিবেশকে কিভাবে স্বচ্ছ ও পরিষ্কার রাখা যায় তা নিয়ে একাধিক আলাপ আলোচনা হয়।
উপস্থিত ছিলেন, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি ডুবিয়া সুলতানা, উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখতারুজ্জামান , মুর্শিদাবাদ জেলার জেলা শাসক রাজশ্রী মিত্র , অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক সহ, একাধিক বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ গ্রাম পঞ্চায়েত ও প্রধান এবং প্রতিনিধিগণ।

এদিন সাধারনের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না বলেন সচেতনতার কথা, কলেরা ম্যালেরিয়া সহ একাধিক রোগের কথা বলেন তিনি। এবং তার পাশাপাশি পরিবেশকে কিভাবে পরিস্কার রাখতে হবে তা নিয়ে একাধিক বক্তব্য রাখেন। বেচারাম বাবু বলেন একজন শিশু যদি ডেঙ্গু জ্বরে মারা যায়,তখন তার বাবা-মা পাগল হয়ে যাবো।

সাধারণকে সচেতন করতে হবে। প্লাস্টিকের
ব্যবহার কম করতে হবে,প্লাস্টিক নষ্ট হতে প্রায় ৩৫০ বছর লাগে, তাই এই প্লাস্টিকের কে নিধন করতে হবে । এই পানিয় জলের স্তর নিচে নেমেছে, তাই বৃষ্টির জল কে সংরক্ষণ করতে হবে। জলের অপচয় কম করতে হবে। আগামী তে ভয়ংকর বিপদেবএর সম্মুখীন হতে হবে। বতমানে বাল্যবিবাহ অনেক কম, কারণ মানুষ সচেতন ।