রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: পাঁচলা দেউলপুর গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত বিস্তীর্ণ এলাকা আমফান ঘূর্ণিঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে এতদিন কেটে গেলেও প্রকৃত সরকারি সহযোগিতা পায়নি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। বরং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গরিব ক্ষতিগ্রস্ত মানুষের জায়গায় সরকারি সাহায্য পেয়েছে এলাকার ধনী ব্যক্তিরা।
তাদের আরো অভিযোগ শাসকদলের সানিধ্যে থাকা লোকেদের পাইয়ে দিয়েছেন শাসক দলের নেতাকর্মীরা। ক্ষতিগ্রস্ত মানুষ সরকারি সাহায্যের দাবিতে পঞ্চায়েতের দ্বারস্থ হয়। কিন্তু কোনো সদুত্তর পায় নি তারা। তাই অবশেষে বাধ্য হয়ে স্থানীয় তৃণমূলের নেতাকর্মীদের ঘেরাও করে।
এলাকার পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্য কার্যত স্বীকার করে নেন। যদিও তার দাবি তাকে আড়াল করে এই কারচুপি হয়েছে। কে বা কারা করেছে সে বিষয়ে তার অজানা। তিনি আরো জানান পঞ্চায়েতের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।