অবতক খবর,৩ এপ্রিল: পঞ্চায়েত ভোটের বকেয়া টাকা না পেলে লোকসভা নির্বাচনে রাজ্যে ভোটের কাজে বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা দেওয়া নিয়ে আশঙ্কা গণপরিবহণ বাঁচাও কমিটির।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে ভোটের কাজে ব্যবহৃত বেসরকারি বাস ও মিনিবাসের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন এই সংগঠনের প্রতিনিধিরা।

ইতিমধ্যেই বাস ভাড়া ১০% বাড়ানো হয়েছে।
কিন্তু তাতে সন্তুষ্ট নন গণপরিবহন বাঁচাও কমিটি।
তাঁদের দাবি প্রার্থীদের বরাদ্দ বেড়েছে, ভোটের আনুষঙ্গিক খরচ বেড়েছে। কিন্তু পরিবহণ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বরাদ্দ বাড়ানো হয়নি।