অবতক খবর,২৬ সেপ্টেম্বর: পঞ্চায়েত ব্যবস্থা কি এবার সরাসরি নিয়ন্ত্রণ করতে চাইছে কেন্দ্র? স্পিকারের বক্তব্যে নতুন জল্পনা।
সম্প্রতি সারাভারত স্পিকার সম্মেলনে লোকসভার স্পিকার তেমনই ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানালেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
তিনি জানিয়েছেন, লোকসভার স্পিকার একটা কেন্দ্রীয়ভাবে আইন তৈরি করার কথা বলেছেন। যেখানে এই আইন দ্বারা পঞ্চায়েতগুলো পরিচালিত হবে।
যদিও বিমান বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করেছেন বলে তাঁর দাবি। তাঁর বক্তব্য, ‘one nation one vote’-এর আদলে এবার পঞ্চায়েতকে সরাসরি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।