অবতক খবর,২৯ নভেম্বর: বারাকপুর এর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর ওয়ার্ডে রয়েছে আর আর (রিফিউজি রিলিফ ফান্ডের) সাড়ে পাঁচ কাঠা জমি। আর সেই জমি দখল হয়ে যাচ্ছে। তৈরি হয়েছে টিনের ঘর। এলাকাবাসী বক্তব্য তারা জানেনই না রাতের অন্ধকারে কখন তৈরি হয়ে যাচ্ছে ঘর। আর এলাকাবাসীরা সোচ্চার হোন এর প্রতিবাদে এলাকা মানুষের দাবি এখানে কোন পার্ক নেই, নেই বাচ্চাদের খেলোয়ার জায়গা এই জমি টিকে বাচ্চাদের একটি খেলবার জায়গা করা হোক।

এই ওয়ার্ডের সদস্য অরিজিৎ দাস বলেন আমি বাধা দিচ্ছি কিন্তু তাতে কোন ফল হচ্ছে না। অপরদিকে পঞ্চায়েত প্রধান নির্মল কর বলেন রিলিফ ফান্ডের জমিতে কেউ বসতেই পারে বানাতে পারে বাড়ি গরিব মানুষগুলো যাবে কোথায়। এখন প্রশ্ন একটাই এভাবে সরকারি জমিতে কি ইচ্ছামত কাউকে বসানো যায় এই নিয়ে উঠেছে প্রশ্ন।