অবতক খবর,১৬ সেপ্টেম্বরঃ বন্ধু জন্মদিনের পার্টির নাম করে হোটেলে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন নিগ্রহ!পকসো আইনে গ্রেফতার চার যুবক ও হোটেল ম্যানেজার।
পুলিশ সূত্রে খবর,গত বুধবার সন্ধায় চুঁচুড়া কাপাসডাঙা এলাকার এক বছর পনেরোর নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু দেবপ্রিয় বিশ্বাস ওরফে ঘন্টাই।দেবপ্রিয়র বাড়ি ২ নং কাপাসডাঙায়।নাবালিকার বাড়িতে সে বলে এক বন্ধুর জন্মদিনের পার্টি আছে।রাত দশটা বেজে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে নাবালিকার পরিবার।দেবপ্রিয় ও তার বন্ধুরা অসৎ উদ্দেশ্যে মেয়েকে কোথাও আটকে রেখেছে সন্দেহ হওয়ায় নাবালিকার মা চুঁচুড়া থানায় অপহরণের অভিযোগ করেন।পুলিশ তদন্তে নেমে চুঁচুড়ার বাস স্ট্যান্ডের সামনের শহরের একটি নামি হোটেল থেকে নাবালিকাকে উদ্ধার করে। দেবপ্রিয় বিশ্বাস ও তার তিন বন্ধু সৌমদীপ পাত্র,দেবরাজ দাস ও নিবারন বালাকে গ্রেফতার করে।ধৃতদের শুক্রবার চুঁচুড়া আদালতে পেশ করে পাঁচদিনের পুলিশ হেফাজতে নেয়।নাবালিকার গোপন জবানবন্দিও নেওয়া হয়।নাবালিকা জানায় অভিযুক্তরা তাকে যৌন নিগ্রহ করেছে।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় অভিযোগ সত্য।এরপর হোটেলের ম্যানেজার গৌরাঙ্গ বিশ্বাসকে গতকাল রাতে গ্রেফতার করে।তার বিরুদ্ধেও পকসো আইনে মামলা রুজু করে পুলিশ।আজ ধৃতকে আদালতে পেশ করা হয়।