অবতক খবর : ২৪শে নভেম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে “দিদিকে বলো কর্মসূচি” পালন করা হয়। এরপর তারা দলীয় কর্মীর বাড়িতে রাত্রিবাস করতে যাওয়ার সময় দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে। বোমাটি না ফাটায় পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার সহ বাকিরা প্রাণে বেঁচে যান। এই ঘটনায় সম্রাট বাবু মাথায় আঘাত পেয়েছেন। এ বিষয়ে জগদ্দল থানায় এফ আই আর করা হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারা জানান,’এভাবে কাপুরষোচিত আক্রমন করে তৃণমূল কংগ্রেস কর্মীদের আটকানো যাবে না।’
BARRACKPORE