অবতক খবর,২৭ ডিসেম্বর: নোটিশের পর এবার সশরীরে পুলিশ কর্তারা অর্জুন সিং এর বাড়ি। বেলা বারোটার সময় জগদ্দল থানা ও ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ মজ দুর ভবনের সামনে। যদিও সেই সময় অর্জুন সিং বাড়িতে ছিলেন না।
আইনজীবী মারফত অর্জুন সিং আগেই জানিয়ে দিয়েছিলেন দু তারিখ পর্যন্ত তিনি ব্যস্ত থাকবেন। সেই কারণে তিনি যেতে পারবেন না। তারপরেও জগদ্দল থানা ও গোয়েন্দা বিভাগ সরজমিনে এসে দেখে গেলেন অর্জুন সিং বাড়ি আছেন কিনা।