Aabtak Khabar,27 May:নোংরা ফেলাকে কেন্দ্র করে বেধড়ক মারামারী দুই ব্যবসায়ীর মধ্যে। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে চোপড়া ব্লকের কালাগছ মোর এলাকায়, জানা যায় পাশাপাশি দুই ব্যবসায়ী, এক ব্যবসায়ী রয়েছে হোটেল আরেক ব্যবসায়ীর রয়েছে মিষ্টির দোকান।

নির্দিষ্ট কোন এক জায়গায় নোংরা ফেলাকে কেন্দ্র করে লেগে যায় তুমুল বিবাদ, মুহূর্তেই এই বিবাদ পৌঁছে যায় হাতাহাতিতে, স্থানীয় মানুষজনেরা মারামারি আটকানোর চেষ্টা করলেও কোনভাবেই পেরে ওঠা সম্ভব হচ্ছিল না, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ, পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে দুই ব্যবসায়ীকে আটক করে চোপড়া থানায় নিয়ে আসে।