নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর ::নৈহাটী ভবাগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উজ্জাপন উপলক্ষে রক্তদান শিবির ও বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে উৎসব পালন করা হয়।

এছাড়াও সমাজ সচেতন মূলক জাতীয় অনুষ্ঠান ও বারাকপুর পুলিশ কমিশনারেটের কাঁপা ট্রাফিক পুলিশ গার্ডের সহযোগিতায় সেফ লাইফ সেফ ড্রাইভ এর কর্মসূচি আয়োজনের মাধ্যমে গাড়ি চালানোর নিয়ম কানুন প্রজেক্টরের মাধ্যমে দেখিয়ে জনগন ও যুবসমাজের মধ্যে দেখানো হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর সরকার ও কাঁপা ট্রাফিক গার্ডের এ এস আই প্রশান্ত ঘটক।স্কুলের তরফ থেকে কাপ ট্রাফিক গার্ডের আধিকারিক প্রশান্ত ঘটক,অবতক খবরের সাংবাদিক, সমাজসেবক টাবুন ও বাংলার সিয়াঞ্চন নাট্য সংস্থার কর্মধারদের সম্বর্ধনা জ্ঞাপণ করা হয়।উক্ত অনুষ্ঠানে স্কুলের ৩০০জন ক্ষুদে পড়ুয়া ও এলাকার নারীপুরুষ নির্বিশেষে অংশগ্রহণ করে।