অবতক খবর,১২ ডিসেম্বর: নৈহাটীতে পাসপোর্ট নথি যাচাইয়ে আসা আবেদনকারীদের কাছ থেকে হাতে নাতে টাকা নিতে দেখা পুলিশের হাতে আটক এক ব্যক্তি। নৈহাটী থানার গরিফা তালতলা এলাকায় পাসপোর্ট নথি যাচাই হয়ে জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এস বি অফিস রয়েছে ঐখানে ।
ওই ব্যক্তিকে আবেদনকারী একজনের কাছ থেকে টাকা নিতে দেখা যায়। ক্যামেরা বন্দি হতেই নিজেকে এস বির কর্মী পরিচিয় দেয়। পরে অবশ্য তিনি বলেন সেখানকার অস্থায়ী কর্মী। টাকা নেওয়ার কথা ঐ ব্যাক্তি স্বীকার করেন। খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ এসে তাকে নিয়ে যায়।