অবতক খবর,১৭ ডিসেম্বর: নৈহাটীতে একটি খুনের ঘটনায় ছয় দুষ্কৃতীর যাবজ্জীবন সাজা ঘোষনা করল ব্যারাকপুর আদালত। ২০১৯ সালের দূর্গাপুজোর একাদশীর দিন রাতে হালিশহর পৌরসভার আঠারো নং ওয়ার্ডের বাসিন্দা বাড়ির মধ্যেই বছর ৪৮ বছরের অমরনাথ তেওয়ারীকে গুলি করে খুন করেছিল এলাকার ত্রাস শ্যামবিহারী যাদব ও তার সঙ্গীরা। বাড়ির পরিবারের অভিযোগ ছিল তোলা চেয়েছিল দুষ্কৃতীরা।
না পেয়ে বাড়িতে এসে তান্ডব চালিয়ে খুন করে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ বিহার থেকে একে একে ছয় অভিযুক্তকে গ্রেফতার করে। প্রায় পাঁচ বছরের মাথায় সোমবার ব্যারাকপুর আদালত ছয় অভিযুক্তের সাজা ঘোষণা করল। আসামী শ্যাম বিহারী যাদব, আমোদ চৌধুরী, অনিল যাদব, চন্দন যাদব, আমন তেওয়ারি ও অনিল রায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দিল মহামান্য আদালত। বাবার খুনীদের সাজা দেওয়ায় খুশি অমরনাথ তেওয়ারির পরিবার।