অবতক খবর,১ অক্টোবরঃ জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্ম দিবস উপলক্ষে বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। গান্ধীজীর জন্ম দিবসের আগে আজ নৈহাটি স্টেশনে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি করলো নৈহাটি স্টেশন কর্তৃপক্ষ। মূলত এই র্যালিতে উপস্থিত ছিলেন ডিএমও নৈহাটী ড. জয়শ্রী ফৌজদার, নৈহাটি স্টেশন ম্যানেজার তপন কুমার দাস, আরপিএফ ও অন্যান্য কর্মীরা। মূলত স্বচ্ছতা হি সেবা কর্মসূচিটি পুরো নৈহাটি স্টেশনটি পরিদর্শন করে। ঝাড়ু হাতে স্টেশন পরিস্কার পরিচ্ছন্ন রাখার কাজে হাত লাগান স্টেশন ম্যানেজার। রেল আধিকারিকরা বলেন, সপ্তাহখানেক ধরে কেন্দ্রীয় সরকারের তরফে গান্ধীজির জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি পালন করা হচ্ছে। সেই উপলক্ষে আজ নৈহাটি স্টেশন চত্বরে এই কর্মসূচি নেওয়া হয়েছিল।