অবতক খবর,২৭ সেপ্টেম্বরঃ বুধবার সকালে নৈহাটি স্টেশনে রেলওয়ে বোর্ডের জেএনসি হেডকোয়ার্টার এর তরফের আধিকারিক রাকেশ মিশ্র সমগ্র স্টেশন চত্বর পরিদর্শনে আসেন। তার পাশাপাশি নৈহাটি স্টেশন কে কি করে উন্নতি করা যায় তার জন্য আলোচনায় বসেন নৈহাটি স্টেশনের স্টেশন ম্যানেজার তপন কুমার দাসের সঙ্গে। আলোচনায় প্রসঙ্গে বিভিন্ন উন্নতি মূলক আলোচনার পাশাপাশি রেলওয়ে নিযুক্ত লালউর্দি ধারক কুলিদের লাইসেন্স ট্রান্সফারের বিষয় ব্যাপারে। তার পাশাপাশি আগত নৈহাটি স্টেশনে থাকা রেলওয়ে নিযুক্ত কূলিরা উক্ত রেলওয়ে আধিকারিকের সঙ্গে দেখা করে তাদের লাইসেন্স ট্রান্সফারের কথা জানানোর আবেদন জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেলওয়ে বোর্ডের জেএনসি হেডকোয়ার্টার্সের আধিকারিক রাকেশ মিশ্র জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কুলিদের লাইসেন্স ট্রান্সফারের ব্যাপারে সত্তর যাতে করা যায় তার চেষ্টা চালাবেন। তার পাশাপাশি অতিসত্বর নৈহাটির মিডিল ব্রিজটিও নির্মাণ করা হবে।