অবতক খবর,২ সেপ্টেম্বরঃ ট্রেন যাত্রীদের নিরাপত্তার চাবিকাঠি যেখানে ড্রাইভারের হাতে থাকে তার বিপরীত চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়। ট্রেন ড্রাইভারের অসাবধনাতার ফলে নিজেরই মাথা ফাটলো শিয়ালদহ মুখী নৈহাটি স্টেশনে ডাউন 12384 ইন্টারসিটি এক্সপ্রেসের ড্রাইভার মোহাম্মদ ওয়াহিদের। রেল পুলিশ সূত্রে জানা যায়, আজ শিয়ালদহ মুখী ডাউন ইন্টারসিটি এক্সপ্রেসটি ৯ঃ৫৫ মিনিটে নৈহাটি স্টেশনের দু নম্বর প্লাটফর্মে ঢোকবার সময় পেছনে গার্ড বগির দিকে তাকাতে গিয়ে সিগন্যাল পোস্টে লেগে ড্রাইভারের মাথা ফেটে যায়। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর নৈহাটি জিআরপি ও আরপিএফ এর তৎপরতায় তৎক্ষণাৎ উক্ত ট্রেন চালককে তড়িঘড়ি করে রেলওয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়।

এর ফলে কিছুক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অতঃপর স্টেশন মাস্টারের সহযোগিতায় ট্রেনটি পুনরায় আধঘন্টার পরে কো পাইলটকে দিয়ে গন্তব্য স্থলের দিকে রওনা দিতে দেখা যায়।