অবতক খবর,১৪ সেপ্টেম্বরঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বারংবার ED ও CBI দিয়ে হেনস্থা করার প্রতিবাদে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল আয়োজিত হলো নৈহাটিতে।নৈহাটি পৌরসভার সামনে থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে নৈহাটির বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করে ফের শেষ হয় নৈহাটি পৌরসভার সামনে।যার নেতৃত্বে ছিলেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ নৈহাটি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। আর এই মিছিল শেষে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তাদের অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা নিতেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কে এইভাবে হেনস্থা করা হচ্ছে।